বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার দাবির মুখে আজ (সোমবার) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এর পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তায় নেমে এসে আনন্দ উদযাপন শুরু করে লাখো মানুষ।
এদিকে এই সংবাদ পাওয়ার পর পরই দেশের মানুষের মতোই রাজপথে নেমে উল্লাস করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের একাংশ। সোমবার সন্ধ্যায় দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের পশ্চিম সিডনির উপশহর লাকেম্বায় এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী লাকেম্বার রেলওয়ে ব্রিগেড সড়কে অবস্থান নিয় উল্লাস করেন। সেখানে জাতীয় পতাকা ও মাথায় লাল-সবুজ স্কার্ফ বেধে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ও আন্দোলনকারী তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী বাংলাদেশি জানান, বিদেশে থাকলেও তারা সব সময় দেশের সা¤প্ররিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারা চেয়েছিলেন সরকার সবার সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধান করবে। তবে তা হয়নি। শেষ পর্যন্ত দেশের মানুষের এক দফা দাবি পূরণ হয়েছে। প্রাণহানি ও সংঘাত বন্ধ হোক এটা তাদের সবার প্রত্যাশা।
দেশে চলমান ছাত্র-জনতার এক দফা দাবি আদায়ের আন্দোলনে সোমবারের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে লক্ষাধিক মানুষ এদিন রাজধানীতে প্রবেশ করে। এ দিন বেলা আড়াইটা৷ নাগাদ প্রধানমন্ত্রীর পদ থেকে ‘পদত্যাগ’ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিকা পৌনে চারটা নাগাদ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।