আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়বেন বর্তমান মেয়র মার্টি স্মল। আগামী ১০ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন।
গত ২১ জানুয়ারি, মঙ্গলবার জনাকীর্ণ সুধী সমাবেশে মার্টি স্মল তাঁর প্রার্থীতা ঘোষণা করেন।
আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ এর সঞ্চালনায় সুধী সমাবেশে সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, মেয়রের চীফ অব স্টাফ আর্নেস্ট ডি করসি,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কাশওয়ান ম্যাকিনলে, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল, প্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ সহ বিভিন্ন কমিউনিটির ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের পুনরায় প্রার্থীতা ঘোষণা
Leave a comment