সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষ দীর্ঘসময় লাইনে অপেক্ষা করে টিকিট নিয়ে এই খাবার সংগ্রহ করেছেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শনিবার পিছিয়ে পড়া বাংলাদেশিসহ সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংগঠন বাংলাদেশি হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ-ভালো।
নিউ ইয়র্ক সিটির কুইন্সে এ খাবার সংগ্রহ করেছেন বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির মানুষ। সাধারণ মানুষকে চাল, ডাল থেকে তেল, লবণ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাবার উপকরণ দেয় ভালো।
ব্যক্তিগত উদ্যেগে ‘ভালো’র শুরুটা হয়েছিল কোভিড মহামারির সময় থেকে। সমাজের সাধারণ মানুষকে সহায়তার নৈতিক তাগিদ থেকেই এ সেবা চালিয়ে আসছেন তারা। তাদের এই সেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পিছিয়ে পড়া বাংলাদেশিদের খাদ্য সহায়তা ভালো’র
Leave a comment