বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যে দলের জন্য আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে । এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আগামী ২৩ জুন কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক ও জাঁকজমকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা চতুর্থ মেয়াদ এবং মোট পঞ্চম মেয়াদে সরকার গঠন করার পর এবার ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এর আগে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিষয়ে কথা বলেন এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টির সেন্টার এলাকায় সারা দিনের জন্য। পথ শোভাযাত্রা, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচিতে থাকবে। বিশেষ ভাবে তুলে ধরা হবে মাননীয় প্রধানমন্ত্রীর গত চার টার্মে অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র ।