বাংলাদেশে বন্যার্তদের জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাব’।
গত ৫ সেপ্টাম্বর (বৃহস্পতিবার) ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) মানি ট্রান্সফারের দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজের হাতে তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খোন্দকার, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম এবং কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রাজু।
বন্যার্তদের জন্য অনুদান দেওয়ায় মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ। একইসঙ্গে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসারও আহŸান জানান তিনি।
বন্যার্তদের জন্য মালদ্বীপে বাংলাদেশি সাংবাদিকদের অনুদান
Leave a comment