স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রাথমিকভাবে নিজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক।
গত ৩০ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হুদার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান হস্তান্তর করা হয়। এ সময় সোসাইটির নেতারা নিজস্ব তহবিল ছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বৃহৎ তহবিল সংগ্রহের ঘোষণা দেন। ‘বন্যায় ক্ষতিগ্রস্ত প্রিয় বাংলাদেশের স্বজনদের জন্য অনুদান’ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী কনসাল জেনারেলের হাতে অনুদান তুলে দেন। এ সময় বোর্ড অফ ট্রাস্টি ও কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের কমিউনিটির কাছে আহŸান জানান, সোসাইটির এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অথবা ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত নিজ নিজ এলাকার দুর্গত মানুষের পাশে থাকার। এ ছাড়াও সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনকে নিয়ে ক্ষতিগ্রস্ত আমাদের এই স্বজনদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

বন্যার্তদের ৩০ লাখ টাকার অনুদান দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি
Leave a comment