নানামুখী নির্মাণখাতে বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বাণিজ্য ও পার্টনারশিপ স¤প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে ৩৩ হাজার রেজিস্টার্ড সদস্য সংবলিত যুক্তরাষ্ট্রের ৪র্থ বৃহত্তম বাণিজ্য সংগঠন লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটর, লাইবর। সেন্টার ফর এনআরবির সঙ্গে গত শুক্রবার এক বৈঠকে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরিন স্প্যাগনুওলো ও লাইবর নেতারা। নিউইয়র্কের লং আইল্যান্ডে সংগঠনের প্রধান কার্যালয়ে এই বৈঠকে সেন্টার ফর এনআরবির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, অপ্টিমিস্টের সহপ্রতিষ্ঠাতা রিয়েলটর মো. সামীম আহমদ, কমিউনিটি নেতা লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী।
লাইবরের প্রতিনিধিদলে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডোরিন স্প্যাগনুওলো, লোবাল বিজনেস কমিটির ভাইস- চেয়ার ড্যানিয়েলা ডিয়াজ, ইভান স্মিথ, লোবাল বিজনেস লিয়াজন, জন এস মোলনার, গ্লোবাল বিজনেস কমিটির সদস্য, সাবেক প্রেসিডেন্ট সুসান হেলসিঞ্জার, সেক্রেটারি- কোষাধ্যক্ষ শান খান, জিনা মারি বেটেনহাউসার, সাবেক প্রেসিডেন্ট, জিসেলা ক্রেজ গ্লোবাল বিজনেস কমিটির সদস্য ও মালগোরজাটা পারলেউইচ, গ্লোবাল বিজনেস কমিটির সদস্যরা। বৈঠকে বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী ও কমিউনিটির দ্রæত বর্ধনশীল বাণিজ্য ও সামাজিক অবদানের কথা উল্লেখ করেন লাইবর নেতারা।
এনআরবি নেতারা বিশ্বময় বাংলাদেশিদের নানামুখী অবদান ও স্থানীয় রাজনীতিসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সামাজিকযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় সংগঠন স¤প্রীতি স্মারক বিনিময় করেন। লাইবর নেতারা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ও তাদের পরবর্তী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং এ ব্যাপারে সেন্টার ফর এনআরবিকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানান।