ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিরীহ ছাত্র-জনতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। বহির্বিশ্বেও বাংলাদেশের ছাত্রদের এ আন্দোলনকে সংহতি জানিয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ব্যানার হাতে রাস্তায় বিক্ষোভ করেছেন। আন্দোলনকারীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকে।
এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কনসার্টের আয়োজন করেছে আমেরিকার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচারণা শুরু করে দিয়েছে।
‘শহীদ স্মরণে’ শিরোনামের এই কনসার্টটি মূলত আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
কনসার্টটি আগামী ১৮ আগস্ট দুপুর ১টায় জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।