বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে বৈশাখী উৎসব বৈশাখী মেলা যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ইষ্ট হাডফোর্ডের ব্লাজিন মিডল স্কুলে গত শনিবার অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার প্রবাসী বাংলাদেশীর আগমন ঘটে।
জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই আগত বাংলাদেশীদের প্রতি বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান বাক এর সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলদেশ কন্সুলেট জেনারেল নিউ ইর্য়ক এর ডেপুটি কন্সাল জেনারেল আনিসুর রহমান ও মূলধারার রাজনীতিবিদ এর্টনী মঈন চৌধুরী। ছিলেন বাক-এর উপদেষ্টা সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, ডেবিট স্বপন রোজারিও, জুনেদ এ খান, আব্দুল মান্নান চৌধুরী, আবু আবছার, সাইফুল গনি চৌধুরী, বাপ্পী সোম, বাক নিবাচন কমিশনার সুজা খান, প্রফেসর আবু গফ্ফার, খালদ হাসান দীপ, আসিফ ইকবাল এম এ আজিজ, বেইন এর সাবেক সভাপতি আসিফ বাবু। মেলার মুল আকর্ষণ ছিল বাংলাদেশ জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। এছাড়া সংগীত পরিবেশ করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের ব্যন্ডের জনপ্রিয় শিল্পী সুজন আরিফ, স্থানীয় শিল্পীদের মধ্যে ছিল বিসিএসি গ্রুপ ও স্থানীয় সাদা কালো ব্যান্ডের পরিবেশনা। বাদ্যযন্ত্রে ছিলেন সারগ্রাম ব্যান্ড।

বাক-এর পয়লা বৈশাখ উদযাপন
Leave a comment