নিউ ইয়র্কের বাফেলোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নিউ ইয়র্ক ওয়েস্ট বিএনপি গঠনে সক্রিয় নেতাকর্মীদের আহুত দোয়া মাহফিল ও আলোচনা সভা ভুন্ডুলের চেষ্টার পর কথিত নেতাকর্মীদের দ্বারা পাল্টা সভা করেন স্বয়ং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকন। তিনি ফোন করে নিউ ইয়র্ক থেকে সরাসরি লোক পাঠিয়ে পাল্টা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করলে বাফেলোর সক্রিয় বিএনপির নেতাদের অসম্মান করায় তার এ সভাটিও ভুন্ডুল হয়। এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গত বূধবার (৩ জুলাই) বাফেলো শহরের লাভ বার্ড রেস্তোরাঁয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুলাই বুধবার বাফেলো শহরের লাভ বার্ড রেস্তোরাঁয় চরম হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনিতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির নির্ধারিত একটি সভা হওয়ার কথা ছিল গত ৩ জুলাই বুধবার সন্ধ্যা ৯ ঘটিকার সময়। এই সভাটি সফল করার লক্ষ্যে তিন গ্রূপের তিনজন তিনজন প্রতিনিধি নিয়ে মোট ৯জন প্রতিনিধির সমন্বয়ে কাজ চলছিল প্রায় মাস খানেক ধরে। কোন কাজেই ঐক্যমত্য না হওয়ায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে সভাটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়।
এদিকে ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একটা লম্বা ছুটিতে থাকবেন তাই নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে আন্দোলনরত ওয়েস্টার্ন নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বায়তুল মামুর জামে মসজিদে একটি দোয়া মাহফিলের ঘোষণা দেন ঠিক যেদিন সিটি বিএনপির সভা বাতিল ঘোষণা করা হয়।
যেহেতু বাফেলো বিএনপির সভা বাতিল করা হয়েছে তাই নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের সমন্বয়কারী মতিউর রহমান লিটু তার ফেইজবুক পেইজে নেতাকর্মীদের নতুন এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তার দাওয়াত জানানোর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির একটি পক্ষ বিতর্কিত একটি পোস্টারের মাধ্যমে ঠিক একই সময়ে তারা আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দেন। যেই সভাটি মূলত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে।