সম্প্রতি ব্রংক্সের গোল্ডেন প্যালেস ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হলো নিজ উদ্যোগে করি (নিউকো)’র এক ইফতার মাহফিল ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান। এটি এ বছরের দ্বিতীয় ইফতার মাহফিল। প্রথমটি অনুষ্ঠিত হয় এস্টোরিয়ায়। নিউ ইয়র্কের বিশিষ্ট জনদের উপস্থিতিতে উজ্জ্বল এ অনুষ্ঠান পরিচালনা করেন নিউকো’র অন্যতম ফাউন্ডিং অর্গানাইজার বিশিষ্ট অধিকার কর্মী মিনহাজ আহমেদ। নিউকো প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেইন স্ট্রিম রাজনীতিবিদ কমুনিটি লীডার মোহাম্মদ এন, মজুমদার এলএলএম, দি অপ্টিমিস্টস এর চেয়ারম্যান শামীম আহমেদ, নিউকো এর সংগঠক, পৃষ্ঠপোষকবৃন্দ ও কমুনিটি নেতৃবৃন্দ শাহাব উদ্দিন চৌধুরী, সামছুদ্দিন আহমদ চৌধুরী, ফকু চৌধুরী, নুরে আলম জিকু, মনজুর চৌধুরী,,শাহেদ চৌধুরী, নাদের খান, সায়েম মোন্তাকিম, দেওয়ান মুশতাক রাজা, মুর্শেদা আহমেদ, এনজেল কেয়ারের ফাউন্ডার শাখাওয়াত আলী ও ডাঃ মিতা চৌধুরী, এষ্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম, মোঃ আহাদ মিয়া, আবু জুনেদ, জুয়েল খান, মোঃ সোলায়মান, ইসমাইল আহমেদ, ইমরুল জেবুল, আবদুল মালিক, আলতাফ হোসেন প্রমুখ।
শুরুতে মিনহাজ আহমেদ জানান নিউকো স্বপ্রণোদিত জনসেবীদের একটি অলাভজনক সংগঠন। নিউকো বাংলাদেশের বঞ্চিত মানুষের জন্য বিগত দু’বছর ধরে কাজ করছে বাংলাদেশে সরকার অনুমোদিত কয়েকটি প্রতিষ্ঠান ও নিউকো’র ভলান্টিয়ারদের মাধ্যমে। কারো গৃহনির্মাণ, কারো চিকিৎসা, কারো শিক্ষা ব্যয়, কারো বা পুনর্বাসনে নিউকো দাতাদের উদ্বুদ্ধ করে সহায়তা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে। এবছর নিউকো নিউ ইয়র্ক স্টেটে অলাভজনক জনহিতকর সংস্থা হিসেবে নিবন্ধিত হয়েছে।