যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ জুন ও ৯ জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম।
ওয়ারেন শহরের নাইন মাইল রায়হান প্লাজায় বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে শনিবার ও রোববার এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে শনিবার (১ জুন) রাতে রান্নাঘর রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন আওয়ামী লীগ নেতারা।
ভ্রাম্যমাণ এ ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট (ডিএনসি) সেবা দেওয়া হবে বলে দূতাবাসের ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।