মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক নিউ ইয়র্কের কর্টন পয়েন্ট পার্কে বনভোজন আয়োজন করে।
৭ জুলাই বার্ষিক আয়োজিত বনভোজনে ছিল নানান আয়োজন। প্রধান আকর্ষণ হিসেবে ছিল র্যাফেল ড্র। সোনার গহনা, আইফোন, ল্যাপটপ, টিভি সহ আরও অনেক পুরস্কার! এছাড়া কমিউনিটির ব্যক্তিত্বদের দেওয়া হয় সম্মাননা। বনভোজনের র্রাফেল ড্র এর গ্রান্ড স্পন্সর তথা প্রথম পুরস্কার সোনার নেকলস দিয়েছে ইউর ড্রিম হোম কেয়ার! তাছারা আরো ছিলো ডিএইচ কেয়ার, গাইডেন্স রিয়েলিটি হোম, এটর্নি মঈন চোধুরী, ডা. শারমিন ফেরদৌস আশা, মাসুদ রানা তপনসহ আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ।
বনভোজন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ বিক্রমপুরের ক‚তি সন্তান ও সাবেক সভাপতি ,বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা তথা কমিউনিটি অ্যক্টিভিষ্টদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি আব্দুর রব মিয়া, আব্দুর রহীম হাওলাদার, রুহুল আমিন সিদ্দিকী, মোস্তাক আহমেদ নিউটন ও কাজী সেলিম খান। মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আহবায়ক মির্জা মনিরুজ্জামান শামীম, প্রধান সমন্বয়কারী মো. শাহাদাত হোসেন, চেয়ারম্যান বনভোজন কমিটির ইকতারুজ্জামান রতন, সদস্য সচিব শরীফ রহমান টুটুল এবং গেøাবাল নিউ ইয়র্ক ট্রাভেল ও ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর শারমিন জামান।