গত ১২ মার্চ বুধবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে আল আকসা পার্টি হলেধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও মূলধারার রাজনীতিবিদ আব্দুস সহিদ। ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা মিজানুর রহমান।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। -ইউএসএ নিউজ