সম্প্রতি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের ‘সানাই’ পার্টি হলে জর্জিয়ার আটলান্টায় লেবার ডে উইকএন্ডে অনুষ্ঠিতব্য ৩৯ তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা।উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর (নিউ ইয়র্ক), ৩৯তম ফোবানা সম্মেলন এর কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুঁইয়া (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের কো-কনভেনর কাজী নাহিদ এবং ফোবানা এ্যাডভাইজারি কমিটির অন্যতম এ্যাডভাইজার নার্গিস আহমেদ (নিউ ইয়র্ক)।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা।উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর (নিউ ইয়র্ক), ৩৯তম ফোবানা সম্মেলন এর কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুঁইয়া (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের কো-কনভেনর কাজী নাহিদ এবং ফোবানা এ্যাডভাইজারি কমিটির অন্যতম এ্যাডভাইজার নার্গিস আহমে দ (নিউ ইয়র্ক)। মতবিনিময় কালে কর্মকর্তারা ফোবানার কার্যক্রম এবং আসন্ন ৩৯তম সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গঠনমূলক পরামর্শ আহবান করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তাদের বেশকিছু গঠনমূলক মন্তব্য এবং পরামর্শ প্রদান করেন।
