গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার সকালে নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে গ্রিন গ্রোথ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে ।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন বিনামূল্যে বিভিন্ন সরঞ্জামাদি হস্তান্তর করা হয় ।নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি এই প্রকল্পে অর্থের যোগান দিয়েছে ।অনুষ্ঠানে বিএএসজে কর্মকর্তারাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প ।এই প্রকল্পের উদ্দেশ্য পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা।এই প্রকল্পের শ্লোগান হচ্ছে- একটি উদ্েযাগ,একটু চেষ্টা-এনে দেবে স্বচ্ছলতা।
চলতি মৌসুমে তিরিশ জন নারীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।মহিলারা তাদের বাড়ির আংগিনায়, খোলা জায়গায়, টবে, সবজি চাষ করবে।
নারীরা উৎপাদিত সবজি বিক্রি করে ৬৫% নিজেরা রাখবে ও ৩৫% ভাগ পাবে বিএএসজে ।এই প্রকল্পের অধীনে সেরা তিনজন উৎপাদনকারীর জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা আছে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এই প্রকল্পের বিষয়ে বলেন, তাদের সংগঠনই প্রথম বাংলাদেশি আমেরিকানদের সংগঠন যারা নিউ জার্সি রাজ্য সরকারের সাথে এমন একটি মহৎ প্রকল্পের সাথে নিজেদেরকে যুক্ত করতে পেরেছে ।এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ।
গ্রিন গ্রোথ প্রকল্পের মাধ্যমে কমিউনিটির পিছিয়ে থাকা নারীদের আর্থিক সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে ।

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে গ্রিন গ্রোথ প্রকল্পের কার্যক্রম শুরু
Leave a comment