বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও স্টকটন বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে সিটির ১৩২,নর্থ ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত কাউন্টি ভবনে বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্কের সার্বিক সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয।
গত ১৮ জুন (বুধবার) সকাল ১০টা থেকে এই সেবা দেওয়া হয়। বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক এর ডেপুটি কনসাল জেনারেল মো. আনিসুজামান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রথম সচিব মো. আরিফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা পারভেজ আহমদ, পার্সোনাল অফিসার আব্দুল আউয়াল, পার্সোনাল অফিসার মোঃ আসাদুরজামান, এস এম মফিজউদ্দীন, শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিএএসির সভাপতি শহীদ খান বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিএএসির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।