নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ মে, বৃহস্পতিবার বিকেলে মেয়র মার্টি স্মলের সমর্থনে নারী সমাবেশ আয়োজিত হয়েছে ।
আগামী ১০ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র মার্টি স্মলের সমর্থনে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব মিমি নিমবো ও আফিয়া নাসরিনের উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে সিটির বিভিন্ন কমিউনিটির মহিলারা অংশগ্রহণ করেন।
নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মার্টি স্মল আগামী ১০ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মেয়র পদে তাকে ও তাঁর প্যানেলে কাউন্সিল এট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প্যটিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মলের সমর্থনে নারী সমাবেশ
Leave a comment