মাত্র ১০ বছর বয়সে সাইফান নিহান ইউএস কংগ্রেশনাল প্রশংসাপত্র পেয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি নিহান শিক্ষাক্ষেত্রে অভাবনীয় ভালো করতে চলায় ইউএস কংগ্রেশনাল প্রশংসাপত্র পেয়েছে। তাকে চিঠি লিখে প্রশংসা করেছেন ইউএস কংগ্রেসের ডেমোক্রেট দলীয় প্রভাবশালী সদস্য গ্রেস ম্যাং। সাইফান নিহানই খুব সম্ভবত বাংলাদেশী প্রজন্মের মধ্যে প্রথম যে এতো অল্প বয়সে দুইটি ইউএস কংগ্রেশনাল প্রশংসাপত্র পেয়েছে। পাঁচ বছরের পড়াশুনাকালে অনেক প্রশংসাপত্রই অবশ্য পেয়েছে নিহান। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সফলতার মুখও দেখেছে সে।
গত ১৩ ফেব্রুয়ারি নিহানের স্কুল কুইন্সের ইলহাম একাডেমি পরিদর্শন করেছেন নিউ ইয়র্ক স্টেটের কয়েকজন সিনেটর। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে নিহানকে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করেন স্কুলের প্রিন্সিপাল মিস শাহান ওয়ালিদ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে লং আইল্যান্ডের ওসেনসাইডে ফ্লোরেন্স স্মিথ টু স্কুলেও নিহান কংগ্রেশনাল প্রশংসা পত্র পেয়েছিল। ওই সময় প্রসংশাপত্র দিয়েছিল ইউএস কংগ্রেসম্যান এ্যন্থনি।