গত ২ মার্চ রবিবার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে প্রবাসের অন্যতম আঞ্চলিক ও সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের পরিচালায় ইফতার ও দোয়া মাহফিলে সিলেটসহ পুরো বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল আয়োজন ছিল চমৎকার। ইফতারে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে পুরো অডিটোরিয়ামটি মিলনমেলায় পরিণত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল হাসিম হাসনু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ সৈয়দ জুবায়ের আলী, সৈয়দ ফজলুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদের মেয়ে রোমানা আহমেদ, সিলেট এমসি কলেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়ামীন রশিদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক পংকি মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, অপটিমিস্টের প্রেসিডেন্ট রফিক উদ্দিন চৌধুরী রানা ও এষ্টােরিয়া ডিজিটাল ট্রাভেলস এর সত্তাধিকারী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর আমিনুল হক চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আকিব হোসেন, জেবিবিএ-র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মৌলানা সয়ফুল আলম সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি আনোয়ার চৌধুরী পারেক, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, লেখিকা রুপা খানম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, মোহাম্মদ তোলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মখন মিয়া, আব্দুস সালাম, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনায়েত হোসেন জালাল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধরী, হুমায়ুন চৌধুরী, রিয়াজ কামরান, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন ও শওকত আকবর রিচি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আই খান সুলতান, টিবএন২৪ টিভির এ এফ মিসবাহউজ্জামান, শাহীন আজমল, বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী নূরুল আজিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক এম এ করিম, লেখিকা সীমু আফরোজা, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ এ খায়ের ও সদস্য সচিব হেলিম উদ্দিন, সমন্বয়কারী মনির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি শাহ মিজানুর রহমান, মোহাম্মদ মনির উদ্দিন প্রমুখ।