যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউজার্সির ৩১২ ইউনিয়ন এভিনিউস্থ রাল্ফ পিকোলো’স পিজ্জা শপে অনুষ্ঠিত এক সাধারণ সভায় মোহাম্মদ এ রহমান মাছুমকে সভাপতি, শাহজাহান হান্নান সাজুকে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম হাফিজকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার মোমেনুর রহমানের আহ্বানে প্রবীণ উপদেষ্টা খলিলুর রাজা চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার আব্দুল মালিকের পরিচালনায় অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদ এ রহমান মাছুমকে সভাপতি, শাহজাহান হান্নান সাজুকে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম হাফিজকে সাংগঠনিক সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করেন সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ বদরুল আলম। আর কোনো প্রতিদ্বন্দ্বির প্রস্তাব না থাকায় মোহাম্মদ বদরুল আলম কর্তৃক উত্থাপিত প্যানেলটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন : সহ সভাপতি-১ সুমন আহমেদ, সহ সভাপতি- ২ আব্দুল আহাদ, সহ সভাপতি- ৩ মোহাম্মদ বদরুল আলম, সহ সাধারণ সম্পাদক-১ আরিফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক-২ এহসানুর রহমান, সহ সাধারণ সম্পাদক-৩ মিজানুর রহমান টিপু, কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ, সহ কোষাধ্যক্ষ হাফিজুর রহমান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম উদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম ইয়ামিন খান, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রাশেদ আহমেদ চৌধুরী, ক্রীড়া ও যুব সম্পাদক শাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক আলাল আহমেদ, সহ দপ্তর সম্পাদক কাইমুম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ময়েজ উদ্দিন মজু, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ, ধর্ম সম্পাদক মুজাম্মিল চৌধুরী, কার্যকরী সদস্য শফিউল হক সেতু এবং এমরানুল আলম আরমান।