নিউ ইয়র্কে ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জ্যামাইকার জেসন পার্টি হলে সংগঠনটি আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপনের পরিচালনায় এবং সভাপতি এডভোকেট ছায়াদ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম চুন্নু, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা রেজাউল করিম চৌধুরী, একেএম তারেকুল হায়দার চৌধুরী, আকতার হোসেন, ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র সহ সভাপতি খান শওকত, কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ফুয়াদ হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিউসবাউর সাকের জুতি, ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ’র খলিলুর রহমান, আউব চৌধুরী, ওসমান গনি চৌধুরী, নজরুল ইসলাম, শাহ আলম, যুবায়ের আলী, হাজী উস্তার আলী, জালাল উদ্দিন, হাফিজ শেখ, অধ্যাপক বুরহান উদ্দিন হাওলাদার, আব্দুল ফাত্তাহ, রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
