আনন্দঘন পরিবেশ এবং বর্ণিল আয়োজনে জালালাবাদ এসোসিয়েশনেরঅব আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। ২২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এ অভিষেক অনুষ্ঠান হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতাউল গনি আসাদ। এই কমিটি ২০২৪-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সিলেটবাসীর অন্যতম বড় আঞ্চলিক সংগঠন। অভিষেক অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। এতে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কমিটির নেতারা, এছাড়া ট্রাস্টিবোর্ডের সদস্যরাও। একই সঙ্গে অনুষ্ঠানটি আরও আনন্দঘন করে তোলে সাংস্কৃতিক পর্ব। এসময় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কল্যাণে কাজকরার প্রতিশ্রুতি দেন। নতুন কমিটির সভাপতি মইনুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসী বাঙালিদের সঙ্গে আমরা আছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। জালালাবাদ এসোসিয়েশনের নতুন সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসোসিয়েশনের ভবন এখন দৃশ্যমান। সামনে আমরা সেন্টার করবো। যার মাধ্যমে জালালাবাদবাসীসহ সারা বাংলাদেশের প্রবাসীরা উপকৃত হবেন। জালালাবাদবাসীদের ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, নতুন কমিটির মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশন একটি শক্তিশালী ও যুগোপযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। অভিষেক অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় কামাল আহমেদকে। তার কন্যা রুমানা আহমেদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি শওকত আলী ও আব্দুল কাইয়ুমকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এর আগে ৬ আগস্ট নিউ ইয়র্কে এস্টোরিয়ার জালালাবাদ ভবনে মইনুল-আসাদ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
২২শে সেপ্টেম্বর (রবিবার) নিউ ইয়র্কের কুইন্স প্যালাসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কাযর্করী কমিটি ২০২৪-২০২৭ এর অভিষেক অনুষ্টান ও জালালাবাদবাসারী মিলনমেলা সম্পন্ন হয়। স্বন্ধ্যা ৭ টায় সংগটনের বিদায়ী সভাপতি এডভোকেট শাহীন কামালীর সভাপতিত্বে ও সংগটনের সাধারন সম্পাদক মঈনুল ইসলামের সন্চালনায় শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী কাইয়ুম। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীতের পর শহীদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়, এর পর পরই দেশ এবং প্রবাসের সকলের সুখ, সমৃদ্বি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগটনের সাবেক সভাপতি মাওলানা সাইফুন আলম সীদ্দিকি। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মেদ আব্দুল কাইয়ুম অসুস্হ থাকায় নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী এ সময় নব নির্বাচিত সভাপতি মইনুল ইসলাম কে শপথ পাঠ করান । পরে নব নির্বাচিত সভাপতি কার্যকরী কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান । এসময় মঞ্চে উপস্হিত ছিলেন ট্রাস্টি বোডের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্বা ওহিদুর রহমনা মুক্তা (সিলেট), ইন্জিনিয়ার ফজলুর রহমান, (হবিগঞ্জ) এবং সৈয়দ জুবায়ের আলী ( মৌলভীবাজার) । এছাড়া ও মঞ্চে উপস্হিত ছিলেন প্রধান অতিতি সিলেট আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এডভোকেট মহসিন আহমদ, বিসেস অতিথি শিল্পপতি জহিরুল ইসলাম, বাংলাদেস সোসাইটির সভাপতি আং রব, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়্যারমান এম, এ আজিজ, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাসিব মামুন। নির্বাচন কমিশনার বার মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু এবং কমিশনার প্রপেসর আমিনুল হক চুন্নু উদাযাপন কমিটির আহŸায়ক মিজানুর রহমান সেপাজ ও প্রধান সমন্বয়কারী বেলাল চৌধুরী।
অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলাম এবং পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ। দ্বিতীয় অধিবেশনে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম দেলোয়ার, হুমায়ূন চৌধুরী, দুরুদ মিঞা রোনেল, ইফজাল চৌধুরী, জাকারিয়া চৌধুরী (পেনসিলভানিয়া), মাশুক খান (পেনসিলভানিয়া), মোহাম্মদ মহসিন (নিউ জার্সি), আনোয়ার চৌধুরী পারেখ (নিউ জার্সি), মুজিবুর রহমান মুজিব (পেনসিলভানিয়া), ফজলুর রহমান, মনসুর চৌধুরী, এ ছাড়াও নতুন কমিটির কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী শেফাজ বক্তারা জালালাবাদ ভবনের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন এবং দীর্ঘ ৩৮ বছরের প্রত্যাশাকে প্রাপ্তিতে পূরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনের সংগঠনকে পরিচালনা করার জন্য সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন। সবাই জালালাবাদবাসী মহিলাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ছাড়াও বিপুল সংখ্যক জালালাবাদবাসী পেনসিলভানিয়া, কানেকটিকাট, নিউ জার্সি, ও নিউ ইয়র্কের প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করেন। তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার। সিলেটের ঐতিহ্যবাহী দামাইল নৃত্য পরিবেশিত হয় শুরুতে। এ ছাড়াও মনুগ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী শম্পা।