জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গেল ২৫ আগস্ট (রবিবার) সন্ধ্যায় সিটির নীরব পার্টি হলে সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় যৌথ সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টি সদস্য বদরুন নাহার খান মিতা, সদর নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ, সহ সভাপতি মো. লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, সহ সভাপতি শামীম আহমেদ, সংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকারী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মানিক ও হুমায়ুন কবির সোহেল প্রমুখ।
সভার শুরুতেই বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও শোক প্রস্তাব গৃহীত হয় ।
সূচনা বক্তব্যে সভাপতি বদরুল খান জানান, গত ২৮ এপ্রিল সহ সভাপতি বশির খান মহিলা বিষয়ক সম্পাদিকা সূচিপা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা দুজনেই নোটিশের কোনও উত্তর না দেওয়ায় যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি তাদের দুজনের পদ শূন্য ঘোষণা করেন। অন্যদিকে কার্যকরী সদস্য মিজানুর রহমান তার পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে তার পদটিকেও শূন্য বলে গৃহীত হয়।
পরবর্তীতে যৌথ সভার সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সাধারণ সম্পাদক ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সহ সভাপতি (মৌলভীবাজার) পদে এবং সদস্য (মৌলভীবাজার) পদে মো. ফজল খানকে মনোনীত করা হয়। এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক পদে সারা উদ্দিনকে মনোনীত করা হয়।
সভায় কার্যকরী পরিষদের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির আরো একজন সদস্য নেওয়ার প্রস্তাব গৃহীত হয়। নতুন গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য হলেন মিনহাজ আহমেদ (সামু) বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য জানালাবাদ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ত্রাণ কালেকশন চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রবাসে সকল জানালাবাদবাসীকে সিলেটবাসী পাশে দাঁড়ানোর জন্য আহŸান করা হয়েছে। তাতক্ষনিক ভাবে কার্যকারী পক্ষ থেকে ৩ হাজার ডলার সংগ্রহ করা হয়।
আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নবান্ন রেস্টুরেন্টে শূন্য পদে নতুন মনোনীত সদস্যদের শপথ গ্রহণ ও অপূর্ণাঙ্গ কমিটির পরিচিতি আনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের যৌথ সভা অনুষ্ঠিত
Leave a comment