শাহ্ জে. চৌধুরী: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নারীদের ধর্ষণ, হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় নিপীড়নের ঘটনার বিরুদ্ধে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে জোরালো প্রতিবাদ ও বিক্ষোভকর্মসূচি পালিত হয়েছে।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, টাইমস স্কয়ার ও ব্রুকলিনে আয়োজিত পৃথক সমাবেশে শত শত প্রবাসী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড, এবং স্লোগানের মাধ্যমে বাংলাদেশ সরকারের নীরবতা ও ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন।
একজন বিক্ষোভকারী বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা আজ নিরাপত্তাহীনতার চরমে। নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, মন্দির গুঁড়িয়ে দেওয়া হচ্ছেড়এটা কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চিত্র হতে পারে না।”
SAVE HMPLE IN BANGLADESH
প্রতিবাদে অংশ নেওয়া নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের কাছে দ্রুত বিচার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান।
তারা আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবারড়এই নীতির বাস্তবায়ন চাই। সংখ্যালঘুদের ওপর বারবার যে হামলা চালানো হচ্ছে, তা জাতিগত নিধনের ইঙ্গিত বহন করে।”
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিভিন্ন সংগঠনের নেতা, সমাজকর্মী, এবং প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা। প্রবাসীদের মধ্যে প্রচণ্ড আবেগ, ক্ষোভ এবং উদ্বেগ দেখা যায়।
বিশ্লেষকদের মতে, এমন প্রবাসী বিক্ষোভ শুধু আন্তর্জাতিক সচেতনতা বাড়ায় না, বরং বাংলাদেশের নীতিনির্ধারকদের ওপরও চাপ সৃষ্টি করে।