নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী আমেরিকান প্রতিভাবান তরুণ শিল্পী জিহান ওয়াজেদের উদ্বোধন হয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে তার আঁকা মুর্যালে স্থান পাচ্ছে বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্যাবলী।
গেল জিহান ২৪ জুন জিহান ওয়াজেদের আঁকা এই মুর্যালটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশী হিউম্যানিটেরিয়ান এইড এন্ড লিডারশিপ আউটরিচ ‘ভালো’ আয়োজিত এই অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
‘ভালো’র পাবলিক রিলেশন ডিরেকটর শাহারিয়ার নবীর উপস্থাপনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার নাতাশা উইলিয়ামস, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের চীফ এডমিনিস্ট্রেটর ও ফাইন্যান্সিয়াল অফিসার মীর বাশার, শিল্পী জিহান ওয়াজেদ, নিউ ইয়র্ক সিটি স্মল বিজনেস সার্ভিসেসের নির্বাহী পরিচালক ডেভিড কোরিস ও সারোগেট কোর্ট জাজ কেসেন্দ্রি জনসন। মুর্যালটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জিহানের পিতা সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ডিএইচ কেয়ারের অন্যতম সত্বাধিকারী মনিরুল ইসলাম মঞ্জু, নিউ ইয়র্ক সিটির সিএইউ’র সিনিয়র লিয়াসন মোহাম্মদ বাহে, কমিউনিটি বোর্ড মেম্বারস, আমেরিকান ইয়ুথ সকার একাডেমী ফর বাংলাদেশীজ, বেঙ্গলীস অব নিউ ইয়র্ক-বনি, বাংলাদেশী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্মকর্তা, রোকেয়া আকতার কমিউনিটি কো-অর্ডিনেটর অব কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিস, ঠিকানার অনুভা শাহীন, স্টেট ফার্মেসী ও ব্যবসার কর্মকর্তারা।
উদ্বোধনীতে না থাকতে পারলেও নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস ও কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস ব্যক্তিগতভাবে গত সপ্তাহে মুর্যালটি দেখতে আসেন।
নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী আমেরিকান তরুণের আঁকা মুর্যাল উদ্বোধন
Leave a comment