আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের স্মরণে প্রথম শ্রোতার আসর ‘কিছু কথা কিছু গান’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। গত ৮ ফেব্রুয়ারি শনিবার জ্যামাইকার হিলসাইড এভিনিউর কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারে মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি ওয়াহিদুল হকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
আনন্দধনির সভাপতি অর্ঘ্য সারথী সিকদারের সভাপতিত্বে এবং সংগঠক মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, ওবায়েদ উল্লাহ মামুন, মিথুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত ও আলোচনায় ওয়াহিদুল হককে স্মরণ করা হয়। আলোচনায় ওয়াহিদুল হকের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন বক্তারা।