যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক কনস্যুলার সেবার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৯ জুন পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। সোসাইটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন সেবার ফি কোন কোন ক্ষেত্রে ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ প্রবাসীদের জন্য অন্যায় ও অযৌক্তিক আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব সরকারের নীতির পরিপন্থী এবং প্রবাসীদের প্রতি অমানবিক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করে।
গত ৫ জুন, বুধবার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট, নিউ ইয়র্ক-এর ভাইস কনসালের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মফিজুল ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল কাশেম।