‘কোরআনের আলোয় জীবন’ এই শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে এটিভি ইউএসএ উত্তর আমেরিকা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫। পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ’র উদ্যোগে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে গত ২রা মার্চ রবিবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে একটি উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শতাধিক শিশু কিশোরের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। জ্যামাইকা মুসলিম সেন্টারের ভেতরে ছিল শতাধিক শিশু-কিশোরের উপস্থিতিতে তখন তৈরি হয়েছিল চমৎকার একটি পরিবেশ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সারসিনা পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠানে প্রতিযোগিতাটির লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কী/ম্যাক্স রিয়েলটি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবীর এবং এটিভি ইউএসএ’র স্টেশন চীফ শামীম আল আমিন। এই আয়োজনের সার্বিক সমন্বয় ও সহযোগিতা করছেন এলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।
নিউ ইয়র্কের চারটি লোকেশন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২৩ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেট থেকে ১২ থেকে ২০ বছর বয়সিরা অংশ নিতে পারবেন। অংশ নেয়া সবাইকে দেয়া হবে সার্টিফিকেট। আর সেরা দশ পাবে অর্থসহ আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে শিশু কিশোরদের মধ্যে ব্যাপক পাওয়া যাচ্ছে। নাম নিবন্ধনের জন্য নিম্নোক্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে । ফোন নম্বর: ৭১৮-৮৮০-২৮২৮, ৯২৯-২২৫-১২৬৩, ৯২৯-৩৫০-৮৫৯২ ইমেইল: atuvsaû@gmail.com
এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা দিচ্ছে ট্যাপ-ট্যাপ সেন্ড, পাওয়ার্ড বাই উৎসব ডট কম, প্লাটিনাম পার্টনার খলিল বিরিয়ানী হাউজ এবং গোল্ড পার্টনার বাংলা ট্রাভেলস। এ ছাড়া সঙ্গে আছে কী/ম্যাক্স রিয়েলটি, সাপ্তাহিক নবযুগ, মর্টগেজ ব্রোকার শ্যামনুন শিবলী এবং রিয়েলটর বদরুল চৌধুরী, মনির সিকিউরিটি ট্রেনিংসহ অনেকে।