নিউ ইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। গত ১৫ জুন রোববার নিউ ইয়র্কের র্যান্ডালস আইল্যান্ড ষ্টেডিয়ামের ফিল্ড ১০ এ বর্নাঢ্য আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে ৪টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ব্র্রঙ্কস ইউনাইটেড বনাম আইসাব ম্যাচ ২-২ গোলে ড্র হয় এবং গার্ডেন স্টেট এফসি যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাংলাদেশী সহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র মেহেরুননেসা জোবায়দা, ও জামিল আনসারী। এছাড়াও ক্লাবের নবাগত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা লিনা, শেখ শফিকুর রহমান ও শরিফুল ইসলাম।
দুপুরে ছিলো মতিন রেষ্টুরেন্টের দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজ। বিকেলে ছিলো প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান আর ক্রীড়া প্রতিযোগিতা সহ রাফেল ড্র। সঙ্গীত পরিবশন করেন কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও নিপা জামান। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল। পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে দিনব্যাপী বনভোজনে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ক্লাবের সাবেক সহ সভাপতি হাবিব রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ বনভোজন অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে ড. কনক সরোয়ার, সাদিয়া খন্দকার, উনজিলা নেফারতিতি দিমা, এমদাদ চৌধুরী দিপু, দিদার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আহাদ, শেলী জামান খান, সানাউল হক, আহমেদ রশীদ, ইকবাল মাহমুদ, মোহাম্মদ সায়েম, আক্তার হোসেন, হুমায়ুন কবীর, আফরোজা ইসলাম, সৈয়দ জহির আহমেদ আজাদ ও রাশিদা আক্তার যোগ দেন। রাফেল ড্র পুরষ্কারের প্রধান স্পন্সর ছিলেন কমিউনিটি একটিভিস্ট এটর্নি মঈন চৌধুরী, রাজনীতিক গিয়াস আহমেদ,গি মেকানিক্স এর তোফায়েল চৌধুরী ও পার্কচেষ্টার রিয়েলিটির সালেহ আহমেদ সাল।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাথীর ফারুকী, কার্যকরী সদস্য রশওন হক, এস এম জাহিদুর রহমান ও মুস্তাফিজুর রহমান।