মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে নানা প্রস্তুতি। ান্যান্যবারের মত এবারও নিউ ইয়র্কে সম্মিলিত আয়োজনে দিবসটি পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ।
একুশ উদযাপনের প্রস্তুতি নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জানান, ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বিভিন্ন সাংস্কৃতিক, আঞ্চলিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠনের সহযোগিতায় “সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫” প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।