আয়োজনের নান্দনিকতা সবার হৃদয় কেড়েছে। দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিউ ইয়র্কের মঞ্চনাটকের জন্য যা রীতিমতো ভীন্ন একটি মাত্রা যুক্ত করেছে। কৃষ্টির আয়োজনে তিনদিনের নাট্য উৎসবে ছিল জমজমাট একটি আবহ, যা নাট্যপ্রেমীদের মোহিত করে রাখে। উৎসবে ছিল ছয়টি নাটকের সফল মঞ্চায়ন, সেমিনার, নাটকের গানসহ আরও অনেক কিছু।
নিউ ইয়র্কে প্রথমবারের মতো তিনদিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করে কৃষ্টি ইউএসএ। কৃষ্টির এই নাট্যোৎসব অনুষ্ঠিত হয় জ্যামাইকা সেন্টার ফর আর্টস্ এন্ড লার্নিং (জেক্যাল), ১৬১-৪ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা ভবনে। সম্প্রতি এই নাট্যোৎসবের উদ্বোধন করেন আইটিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ও বিশিষ্ট নাট্য অনুবাদক প্রফেসর আব্দুস সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেক্যাল এর আর্টিস্টিক ডিরেক্টর কোর্টনি ফ্রান্স। প্রয়াত নাট্যকর্মী ইশরাত নিশাত স্মরণে কৃষ্টি এই উৎসব উৎসর্গ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসরত বাংলা নাটকের দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা পাওয়া দু’জন হলেন রেখা আহমেদ এবং মুজিব বিন হক। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোকেয়া রফিক বেবি, মাসুম রেজা, মিথুন আহমেদ, ড. বাবুল বিশ্বাস, স্বপ্না কাওসার, টিটু গাজী, আবীর আলমগীর, খায়রুল ইসলাম পাখি, মোমেনা চৌধুরী, নজরুল ইসলাম এবং মোহাম্মদ কবীর। কৃষ্টির প্রতিষ্ঠাতা সীতেশ ধর এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধনের পর ড. জীবন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত হয় নাটকের গান শীর্ষক ভীন্নধর্মী একটি পরিবেশনা। পরে দুটি নাটক মঞ্চস্থ হয়, সাইকোসিস এবং দ্য গেইম।
উৎসবের দ্বিতীয় দিন “বাংলা নাটকের চেনা অচেনা অভিমুখ” শীর্ষক একটি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নাট্যকার ও কবি বদরুজ্জামান আলমগীর। এছাড়া সেদিন “তিন মাতালের কাণ্ড” এবং “সংকটে শয়তান” নামে দুটি নাটকের মঞ্চায়ন হয়।
উৎসবের শেষের দিন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব ইশরাত নিশাত স্মরণে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। শেষ দিনে এট ডাস্ক বা গোধুলী বেলায় এবং হ্যামলেট এন্ড অফিলিয়া নামে দুটি নাটকের মঞ্চায়ন হয়। ২৯ জুন রবিবার আয়োজিত উৎসবের শেষ দিনে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কৃষ্টির প্রাণপুরুষ সীতেশ ধর। একই সঙ্গে যারা এই আয়োজনে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউ ইয়র্কে তিনদিনের নাট্যোৎসব আয়োজিত
Leave a comment