নিউ ইয়র্ক লাগোর্ডিয়া এয়াপোর্ট সংলগ্ন ডাবলট্রি বাই হিলটনের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কুইন্স বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হকের পরিচালনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েমনের সভাপতি ও গ্র্যান্ড স্পন্সর দুলাল বেহেদু, ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারী শাহাব উদ্দিন সাগর, বৃহত্তর কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইউনুস সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আয়োজক সংগঠনের উপদেষ্টা মুজিব আহমেদ জেন্টু, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি জে মোল্লা সানি সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরপরই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুইন্স বাংলাদেশ সোসাইটির সদস্যরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সভাপতি কাজী তোফায়েল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে কুইন্স বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি কাজী তোফায়েল ইসলাম সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।




