নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। সোসাইটির সদস্য ও ভোটার হবার শেষ দিন ছিল ৩০ জুন রোববার। এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা ১৮,১৮৩। এর মধ্যে আজীবন সদস্য ৮৫৩ জন। রোববার ভোট জমা পড়ছে প্রায় ১০ হাজার। এর আগে জমা পড়েছিল প্রায় ৭ হাজার। আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে ১৭৩৩০। এর থেকে সোসাইটির আয় হয় ৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার।
একটি সুত্র জানিয়েছে, সোসাইটির নির্বাচনে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চুড়ান্ত। অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি। তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারন সম্পাদক প্রার্থী হবেন। আর রব মিয়া সভাপতি প্রার্থী হলে তাদের সাধারণ সম্পাদক খুঁজতে হবে।
সুত্র জানিয়েছে, বাংলাদেশ সোসাইটির ভোট জমা দেবার বিবেচনায় সেলিম-আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে।