নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক দ্বিবার্ষিক নির্বাচনের (২০২৫-২৬) তফসিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের এলমহার্স্টে সোসাইটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি এ ঘোষণা দেন।
আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনের বিধিমালা তুলে ধরে তিনি বলেন, “এবার সোসাইটির ভোটার সংখ্যা ১৮ হাজার ৬১৩ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। নির্বাচনের জন্য ৫টি ভোটকেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।” সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অপর সদস্যদের মধ্যে মোহাম্মদ এ. হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী বক্তব্য দেন।
সোসাইটির সভাপতি মো. রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, নির্বাচনে সম্ভাব্য ‘সেলিম-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী তফসিল ঘোষণা
Leave a comment