কোটা সংস্কার আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এ উৎসব।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘শতদল’ তাদের ১৫ বছর পূর্তি উৎসব করেছে।
এ উপলক্ষ্যে রোববার নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে ‘শিকড় থেকে শিখরে’ শিরোনামে অনুষ্ঠান করেন তারা।
এতে সভাপতিত্ব করেন শতদলের প্রতিষ্ঠাতা ও প্রধান কবির কিরণ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট অফিসের ফার্স্ট সেক্রেটারি প্রসূন চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, গোলাম ফারুক ভ‚ঁইয়া, ফারুক আজম, ফাতেমা আহমেদ এবং ফোবানার কোষাধ্যক্ষ এস এম লতিফুর রেজা তুষার।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ ও সৌম্য সালেক। শতদলের কার্যক্রম উপস্থাপন করেন সাবরিনা কবির ছন্দা। উপস্থাপনায় ছিলেন দিলারা নাহার বাবু ও সাবরিন কবির ছন্দা।
অনুষ্ঠানে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতার জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় রাজাত হোসাইন, গোলাম ফারুক ভ‚ইয়া, দিনাত জাহান মুন্নি, জান্নাতে রুম্মান তিথি, জিয়াউদ্দিন আহমেদ, নূরুন্নবী ও গুলশান আরা কাজীকে।