নিউ ইয়র্ক এর ফেডারেল জাজ মি: ব্লক ঘণ ঝঃধঃব ঈউচঅচ কর্মসূচি পিপিএল এ ঃৎধহংরঃরড়হ এর সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন। যারা এখনো সিডিপ্যাপ হোমকেয়ারে নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক মনোনীত একমাত্র সেবাপ্রদানকারী পিপিএল এর সাথে সংযুক্ত হননি তারা আগামী ১৫ মে পর্যন্ত তাদের সর্বশেষ হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা পেতে পারেন ‘যদি’ সেই প্রতিষ্ঠান সমুহ এখনো ব্যবসায় থাকেন। তবে যারা নিউ ইয়র্ক ষ্টেটে সিডিপ্যাপ হোমকেয়ারের মাধ্যমে সেবা পেতে চান এবং সেবা প্রদানকারী হিসেকে কাজ করতে চান তাদেরকে আগামী ৬ই জুনের মধ্যে পিপিএল এর সাথে সংযুক্ত হতে হবে। যারা ইতোমধ্যে পিপিএল এর সাথে সম্পুর্ণভাবে সংযুক্ত হয়েছেন তাঁদের পক্ষে আপাতত: পরিবর্তনের কোন সুযোগ নেই। যারা প্রক্রিয়াধীন আছেন কিংবা এখনো পিপিএল এর সাথে সংযুক্ত হওয়ার কাজ শুরুই করেন নি, তাঁরাই কেবল তাদের সর্বশেষ হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা পেতে পারেন ‘যদি’ সেই প্রতিষ্ঠান সমুহ এখনো ব্যবসায় থাকেন। এক্ষেত্রে সেবা প্রদানকারীদের ইন্সুরেন্স কোম্পানীসমুহ তাঁদের সর্বশেষ হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে মজুরী পরিশোধ করবেন।
উল্লেখ্য, নিউ ইয়র্ক স্টেটের কনজিউমার ডিরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) সংক্রান্ত একটি গুরুত্বপুর্ণ পরিবর্তন যা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। সিডিপ্যাপএর সমস্ত গ্রাহক এবং সহায়কদের একক পেমেন্ট প্রসেসর হিসেবে পুর্বের ছয় শতাধিক প্রতিষ্ঠানের পরিবর্তে মাত্র একটি প্রতিষ্ঠান ু পাবলিক পার্টনারশিপস এলএলসি (পিপিএল) নিযুক্ত হয়েছে। তবে ১লা এপ্রিলের সময়সীমার মধ্যে প্রায় আড়াই লক্ষ সেবা গ্রহীতা ও সেবা প্রদারকারীর পিপিএল এ সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ না হওয়ায় বিপুল সংখ্যক সেবাগ্রহীতা তাদের হোম কেয়ার হারানোর আশঙ্কা প্রকাশ করায় সময়সীমা একমাস বাড়ানো হয়। এদিকে গত যারা পিপিএল এর সাথে সম্পুর্ণভাবে সংযুক্ত হয়ে সেবা প্রদান শুরু করেছেন তারা গত ১০ এপ্রিল থেকে মজুরী পেতে শুরু করেছেন।