নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো শনিবার ১৪ জুন। বৃষ্টিভেজা দিনে ক্লাব সদস্য আর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বনভোজনটি হয়ে উঠে সাংবাদিক ও কমিউনিটির মিলন মেলা। সকাল থেকে ঠান্ডা, বৃষ্টি আর বাতাসের সমন্বিত বৈরী পরিবেশ হওয়ার পরও দুপুরের দিকে প্রবাসের বিপুল সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের পদচারণায় জমে উঠে ব্রঙ্কসের গ্লেন আইল্যান্ড পার্কের প্যাভিলিয়ান টু। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সাংবাদিক, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীরাও আমন্ত্রিত হয়ে যোগ দেন। বনভোজনে আগত অতিথিদের স্বাগত জানান সভাপতি মনোয়ারুর ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা।
সকালের নাস্তার পর দুপুরে বনভোজনের মূল অনুষ্ঠান শুরু হয়। প্রেসক্লাবের সদস্যদের পরিচিতি সহ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বনভোজনের ‘ভয়েস’ শীর্ষক স্যুভেনির উন্মোচন করেন ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ—এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মঞ্জু। এরপর একগুচ্ছ বেলুন উড়িয়ে যৌথভাবে বনভোজনের উদ্বোধনী করেন ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত সম্পাদক ও সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সাংবাদিক শওকত ওসমান রচি, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, টিবিএন২৪—এর বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, জুয়েল আহসান, সাপ্তাহিক জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, বাপস সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, সাপ্তাহিক আজকাল—এর জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
ক্লাব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. চৌধুরী সারোয়ারুর হাস ান, মাহমুদ খান তাসের ও এবিএম সালেউদ্দিন, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষক ড. ইমরান আনসারী, হাসানুজ্জামান সাকী, সুলতানা রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সাহেল আবেদীন, বিয়ানী বাজার সমিটির সাধারণ সম্পাদক রেজউউল আলম অপু, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সাবেক খেলোয়ার মখন মিয়া প্রমুখ।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) জানান, প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজের। তিনি অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান আনুষ্ঠানের উদ্বোধন করেন।
সংগঠনের সভাপতি দুলাল মিয়া (এনাম) জানান, ওই দিন নিউ ইয়র্ক সিটির র্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এ ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়। প্র্রথম খেলায় ব্র্রঙ্কস ইউনাইটেড বনাম আইসাব ম্যাচের ফলাফল ড্র হয়। ২-২ গোলে ড্র হওয়ায় উভয় দলের মাঝে পয়েন্ট ভাগাভাগি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ব্র্রঙ্কস ইউনাইটেড ১ পয়েন্ট এবং আইসাব ১ পয়েন্ট সংগ্রহ করে। দিনের দ্বিতীয় খেলায় গার্ডেন স্টেট এফসি’র সাথে যুব সংঘ মুখোমুখি হয়। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে গার্ডেন স্টেট এফসি পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে।
দুলাল মিয়া (এনাম) জানান, এবারের গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো: ব্র্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, সন্দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব। কর্মকর্তারা জানান, গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ব্যাপক আয়োজনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসে।