নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির এক মতবিনিময় সভা গত ৯ জুন সোমবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সোলায়মান এর উদ্যোগে প্রিসিলা ফাতেমার সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, আসেফ বারী টুটুল, শাহ শহিদুল হক, তরিকুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফারহান, মালিহা প্রমুখ।
অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির ছাড়াও পাকিস্তানি, আফগানিস্তানিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত -ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের স্টুডেন্টদের সমাগমও ছিল চোখে পড়ার মতো।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান জানান, অনুষ্ঠানে যাতে সর্বোচ্চ লোকসমাগম হয় সেই লক্ষ্যে তিনি সবাইকে ফোন করে ইনভাইটেশন পাঠিয়ে এবং ঈদের আগের রাত্রে এলইডি ডিজিটাল ট্রাকে ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানান।
তিনি জানান, জ্যাকসন হাইটসে জোহরান মামদানির সাথে আলোচনা সভার করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশী বিভিন্ন ধর্মাবলীর কমিউনিটি এবং মুসলিম কমিউনিটিকে এইটা বলা যে আপনি ভোট দিতে গেলেই জোহরান মামদানি বিজয়ী হবেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির মতবিনিময় সভা
Leave a comment