দীর্ঘ ২৮ বছর ধরে দক্ষতা ও সততার সাথে এষ্টোরিয়ার ৩৬ এভিনিউ এলাকায় এসএনএস একাউন্টিং এর মাধ্যমে নিউ ইয়র্কবাসীকে ট্যাক্স ফাইলিং এর সেবা প্রদান করছেন কম্যুনিটির অতি পরিচিত এম এ কাইয়ুম।
দুই যুগেরও বেশী সময় ট্যাক্স ফাইলিং এর অভিজ্ঞতাসম্পন্ন এম এ কাইয়ুম এ পর্যন্ত ৫০ হাজারের বেশী গ্রাহকের ট্যাক্স ফাইলিং সম্পন্ন করেছেন। ট্যাক্স প্রিপারেশান এবং ফাইলিং এর ব্যাপারে অভিজ্ঞতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে জনাব কাইয়ুম বলেন, প্রতি বছরই আই আর এস এর ট্যাক্স নীতিমালায় কিছু না কিছু পরিবর্তন আসে। তাঁর মতে ট্যাক্স ফাইলিং এর সবচেয়ে গুরুত্বপুর্ণ দিক হচ্ছে আয় এবং ব্যয়ের সঠিক তথ্য প্রমাণ রেখে সংযোজন করা । ট্যাক্স ফাইল প্রিপারেশনের পূর্বে রিফান্ড নিয়ে দেনদরবার করা বর্তমানে খুবই ঝুঁকিপুর্ণ । এ বছর চাইল্ড ক্রেডিট ডিডাকশন আগের বছরের চাইতে বেশী পাওয়া যাবে।চাকুরীজীবী ও সেলফ এমপ্লয়েডরা যে সকল আর্থিক সুবিধা পেয়েছেন তা ট্যাক্স ফাইলিং এ উল্লেখ করতে হবে। কোন প্রকার আয় গোপন করা ট্যাক্স অডিট এর অন্যতম কারণ হতে পারে।তাছাড়া আয়ের সাথে ভারসাম্যহীন ডিডাকশান ও ঝুঁকিপুর্ণ হতে পারে। ষ্টক মার্কেটে শেয়ার কেনাবেচার সাথে জড়িত থাকলে লাভ-লোকসান সঠিকভাবে উল্লেখ করতে হবে।
তিনি আরো বলেন, আর্নড ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, হোম হিটিং ক্রেডিট, এবং ডিপেনডেন্ট কেয়ার মতো ট্যাক্স ক্রেডিট সর্বাধিক করার জন্য একজন প্রত্যায়িত ট্যাক্স প্রস্তুতকারকের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। কারণ মানুষের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয়, এগুলো সততা এবং নিষ্ঠার সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হয়।
আমাদের ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠানের লক্ষ্য হলো পরিবারগুলোকে তাদের ট্যাক্স ফাইল করা, ট্যাক্স ফাইলে তাদের প্রাপ্য সর্বোচ্চ রিটার্ন পাওয়ানোর চেষ্টা করা বলে উল্লেখ করেন এম এ কাইয়ুম। সপ্তাহে ৭ দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশিদের সুবিধার্থে খোলা থাকে এষ্টোরিয়ার ৩৬ এভিনউ এলাকার এসএনএস অ্যাকাউন্টিং অ্যান্ড জেনারেল সার্ভিস। ব্যক্তিগত ইনকাম ট্যাক্স, করপোরেশন ট্যাক্স, পার্টনারশিপ, নট ফর প্রফিট, সেলস ট্যাক্স, বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিংসহ আইআরএসের সঙ্গে সব সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
যদি ট্যাক্সদাতা সঠিক সময়ে ট্যাক্স ফাইল না করেন বা আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময়ের জন্য আবেদন না করেন তবে আইআরএস কর্তৃক নির্ধারিত চক্রবৃদ্ধি হারে সুদ ও জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করা যায়।
ট্যাক্স ফাইল ছাড়াও এসএনএসের অন্যান্য সার্ভিসের মধ্যে রয়েছে ইমিগ্রেশন বিষয়ক সহায়তা। যার মধ্যে রয়েছে সিটিজেনশিপ পিটিশন, নিকটাত্মীয়দের জন্য পিটিশন, অ্যাফিডেভিট অব সাপোর্ট, বার্থ সার্টিফিকেটের অ্যাফিডেন্টসহ অন্যান্য সেবা। আরো রয়েছে প্রফেশনাল করেসপনডেন্টস ট্রান্সলেশন সার্ভিস, নোটারি পাবলিক, ফ্যাক্স সার্ভিস, রেজুমি ও কভারিং লেটার প্রস্তুত করা, রেজিস্ট্রেশন বিজনেস সার্টিফিকেট ও করপোরেশন রেজিস্ট্রেশন।