সম্প্রতি নিউ ইয়র্কের জয়া হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা‘র সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার সিএম কয়েস সামীকে সংবর্ধনা প্রদান করা হয়। জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি উপস্থিত ছিলেন বাংলদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সংগঠনের সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটি সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সেন্টার ফর এন আর বি এর চেয়ারম্যান শেকিল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক বোর্ড অফ ট্রাস্টি সদস্য ছদরুন নূর, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটি সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রাহিম চুনই, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। এ সময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট) সহ সভাপতি শামীম আহমেদ (সুনামগঞ্জ) সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ) সহ সভাপতি মোঃ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার) কোষাধ্যক্ষ মোঃ আলীম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, দেলোয়ার হোসেন মানিক। স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশন সহ সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, মোঃ শফিউদ্দিন তালুকদার ও মোঃ জাবেদ উদ্দিন।- প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

প্রবাসী সিলেটবাসী ঐক্যবদ্ধ হলে, বৃহত্তর সিলেটের কোন দাবি অপূর্ণ থাকবে না
Leave a comment