বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি। শনিবার (২৫ জানুয়ারি) নিউ ইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকতারা। মহতি এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ?ইয়া।
এসময় তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদূর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে ফান্ড বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে বলে জানান সংগঠনের নেতারা।