সম্প্রতি জমকালো আয়োজনে বাঙালি অধ্যুষিত ওজোন পার্কে র ১০১ এভিনিউতে ‘নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার সেন্টার’র ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ৮৬-১১, ১০১ এভিনিউ ঠিকানায় অবস্থিত এই ডে কেয়ার সেন্টার বয়স্ক নারী-পুরুষ উভয়ের জন্য সেবামুলক কার্যক্রম শুরু করেছে। উদ্বাধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেছেন ফুলতলি মসজিদের ইমাম মাওলানা সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ বলেন, সিনিয়রদের সম্মান করা তাদের প্রতি আমাদের দায়িত্ব। নানাবিধ কারণেই পরিবারের সিনিয়র সদস্যদের অনেকের পক্ষেই সেবা দেয়া বা সময় দেয়া সম্ভব হয় না। এ বিষয়ে সহযোগিতার জন্যেই নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল ডে কেয়ার ওজন পার্কে ২য় শাখা গড়ে তোলা হয়েছে। আপনাদের উপস্থিতি আমাদের আনন্দিত করেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। শাহ নেওয়াজ আরো বলেন, এটা সম্পূর্ণরূপে সেবামূলক প্রতিষ্ঠান। আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সকলকে সাথে নিয়ে আমরা সেবামূলক এই কার্যক্রম অব্যাহত রাখতে পারব। প্রসঙ্গত, কমিউনিটিতে অসংখ্য মানুষের বিশ্বাস অর্জন করে সাপ্তাহিক আজকাল সম্পাদক ও লায়ন শাহ নেওয়াজ ইতোমধ্যৈ নিউ ইয়র্কে বেশ কয়েকটি সফল ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে তুলেছেন এবং সেবা দিয়ে প্রতিষ্ঠানসমূহ অগণিত মানুষের মন জয় এবং আস্থা অর্জন করে এগিয়ে চলেছে। ওজোনপার্কে সদ্য চালু হওয়া ‘নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার’র ২য় শাখা তারই থারাবিহকতার অংশ ।

বর্ণাঢ্য আয়োজনে ওজোন পার্কে ‘নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার সেন্টার’র ২য় শাখার উদ্বোধন
Leave a comment