বর্তমান ইমিগ্রেশন সংকটে যুক্তরাষ্ট্রে বসবাসের নিমিত্ত বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিদের সহযোগিতার জন্য নিউ ইয়র্ক ‘বাংলাদেশ সোসাইটি’র গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে গত ১০ ফেব্রুয়ারি সোমবার জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরামর্শ সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ প্রবাসীরা উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের কয়েকজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ দিয়েছেন। সভায় বক্তব্য রাখেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, অ্যাটর্নি স্ট্যানলি এম ওয়াইন, অ্যাটর্নি সুজান স্কোইয়্যার, অ্যাটর্নি খায়রুল বাশার,কমিউনিটি বোর্ড মেম্বার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির বর্তমান সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল প্রমুখ।
পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, ইউ এস নিউজঅনলাইনের সাখাওয়াত সেলিম, ডিবিস টিভির কানু দত্ত, ল ফার্ম লীগ্যাল নেটওয়ার্কের জ্যাকব মিল্টন ও নীরা রাব্বানী, ল ফার্ম কিম এন্ড এসােসিয়েটস এর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বর্তমান সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ডিউক খান, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জ্যাকসন হাইটস এলাকা থেকে সিটি কাউন্সিল মেম্বার প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির প্রমূখ।