গত ১১ই মে মা দিবস উপলক্ষে বাংলাদেশ বেদান্ত সোসাইটি মা দিবস পালন করেছে। এদিন সুমি সাহা ও সুজন সাহার সৌজন্যে জ্যামাইকার সুমি’স নেইল এন্ড বিউটি সেলুনে (১৭৬-০৯ জ্যামাইকা এভিনউ) আয়োজত অনুষ্ঠানে সকল মাদের কে ফুল দিয়ে বরন করা হয়। তারপর কেক কাটা হয়।
গোলাপ ফুল উপহার হিসেবে প্রদান করেছে মিন্টু চৌধুরীও রতন দাশ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা হোসনেরা বেগম, আজাহার আলী খান, শিরিনা খান, সুবল দেবনাথ, সুমন মিত্র ও অনিমা কর।
বাংলাদেশ বেদান্ত সোসাইটির সম্পাদক রীনা সাহা তার বক্তব্য বলেছেন, আর কোন বৃদ্ধা আশ্রম তৈরী হবে না, মাদেরকে ঘরে রেখে সেবা করতে হবে।
ঘরোয়া পরিবেশে সুন্দর খাবার রান্নার আয়োজন ছিল। সার্বিক সহযোগিতায় ছিলঃ সভাপতি পূর্না মুখার্জি, মৌগনধা আচার্যী, ঝুনু সাহা, দেবশ্রী সাহা, সুমা সাহা, তপন সাহা,দেবব্রত দাশ, তনিমা দাশ, লতা মন্ডল, জীতেন মন্ডল, রিংকি নিয়োগী, শোভা সাহা, ফন্দির সাহা, বনানী রায়, কৃষ্ণা রায়, দীলিপ রায়, রুমা সাহা, শম্পা সাহা, উত্তম দাশ, অরুনা পাল, দীপ্তি দাশ, ডালিয়া চৌধুরী, সাথী সাহা, সনৎ সাহা।
ছেলে মেয়েরা তাদের মায়েদের সম্পর্কে বক্তব্য রাখে। স্বপ্নীল সজীব গান পরিবেশন করেন সর্বশেষ মায়েদের বিনোদনের জন্য হাওজী ছিল খেলা ও মায়েদের জন্য উপহার হিসেবে ছিল শাড়ী। শাড়ীহুলো উপহার হিসেবে প্রদান করছে বাংলাদেশ বেদান্ত সোসাইটির উপদেষ্টা রিংকি নিয়োগী। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন অসীম সাহা। সকল মায়েদের সুস্বাস্থ্য কামনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।-প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

বাংলাদেশ বেদান্ত সোসাইটি মা দিবস পালন করেছে
Leave a comment