বাংলাদেশের ‘মেগাস্টার’ খ্যাত জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খানের সারাজাগানো বাংলা ছবি ‘তাণ্ডব’ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুভি থিয়েটারে মুক্তি পেলো ১৩ জুন (শুক্রবার)। ছবিটির মুক্তি উপলক্ষ্যে আয়েজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উত্তর আমেরিকায় ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ। রুবনা রশীদ বলেন, বলেন, ‘তাণ্ডব’ সিনেমাটি আগামী ৪/৫ সপ্তাহ পর্যন্ত দর্শকদের হলে ধরে রাখবে বলে আমরা আশাবাদী। এরপর দর্শকদের চাহিদা বৃদ্ধি পেলে প্রদর্শনী অব্যাহত রাখা হবে। তিনি বলেন, তান্ডব ছবিটি পর্যায়ক্রমে ইউরেপ, আমেরিকা ও কানাডার অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।
সংবাদ সম্মেলনে ‘তাণ্ডব’ সিনেমার প্রমোশন দেখানো হয়। এরপর বায়োস্কোপ ফিল্মসের ৫০তম ছবি মুক্তি উপলক্ষে কেক কাটা হয়। পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিস্টরা। এসময় সাংবাদিক, শিল্পী ও সঙ্গীত পরিচালক এবং বায়োস্কোপ ফিল্মসের ডিজিটাল কনসালটিং পার্টনার ‘কোলাহল’-এর কর্ণধার তানভির তারেক সহ ফারজানা, নির্মাতা-কোলিওগ্রাফার পিয়াল হোসেন, ‘লাক্স সুন্দরী’ অভিনেতা-মডেল মিলা হোসেন, ইউটিউবার এফএ ফারহানা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাংবাদিক শামীম আল আমীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস ও শোকেস ফারিমংেডল এবং লস এনজেলেসের লেমলি নর্থ হলিউডসহ ভার্জিনিয়া, বোস্টন, সান ফ্রানসিসকো, শিকাগো এবং ডালাসের প্রেক্ষাগৃহে মক্তি পাচ্ছে। খবর ইউএনএ’র।

বায়োস্কোপ ফিল্মসের ৫০তম পরিবেশনা যুক্তরাষ্ট্রের ২০টি হলে শাকিব খানের ‘তাণ্ডব’র শুভ মুক্তি
Leave a comment