স্পেনের বাংলাদেশি অধ্যুষিত শহর বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলার মেলা। প্রতি বছরের মতো এবারও অ্যাসোসিয়েশন কুলতুরাল উমানিতেরিয়া দে বাংলাদেশ ইন কাতালোনিয়া সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় শহরের প্রাণকেন্দ্র প্লাজা মাকবায় অনুষ্ঠিত হয় এই মেলা।
শনিবার (১৩ জুলাই) বার্সেলোনা, বাদালোনা, সান্তাকলমাসহ কাতালোনিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেন। শিশু ও নারীদের সাজ-সজ্জা ও বর্ণিল পোশাকে ছিল বাংলাদেশের ঐতিহ্যের ছাপ।
সাঈদ স্বপন, মঞ্জু স্বপন, মুন্নি পাখি, নিগার হোসাইন ও তাইফা রহমানের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত মেলার প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।
দুপুর ১২ থেকে মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যা ৮টায় স্পেনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ এনডিসি, বার্সেলোনার বাংলাদেশি কাউন্সিল রামন পেদ্রো বেরনাউস, আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক নেসা ও প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী যৌথভাবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিক খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেনেরালিদাদ দে কাতালোনিয়া ও আজুনতামেন্ত দে বার্সেলোনার সরকারি কর্মকর্তারা। এছাড়া, উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা, আয়োজক সংগঠনের সদস্যরা।