শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্প, নিরাপত্তা, স্বাস্থ্য, আবাসনকে অগ্রাধিকার রাখার মধ্য দিয়ে এবার ৮২.৫ বিলিয়ন ডলারের বাজেট-(২০২৫ অর্থ বছর) অনুমোদন দিয়েছেন মিশিগান রাজ্য গভর্ণর গ্রেচেন হুইটমার।
মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ মটর বাণিজ্যিক অঙ্গ রাজ্য হিসেবে পরিচিত এই অনুমোদিত ঘোষিত বাজেটকে প্রবাসী বাংলাদেশি-সহ নানান দেশীয় এবং এখানকার খোদ আমেরিকানরাও সকল শ্রেণির নাগরিকদের জন্য কল্যাণকর বলছেন।
মিশিগানের নাগরিকরা গভর্নর গ্রেচেন গভর্নর হুইটমার ৬ষ্ঠ বারের মতো ওই বাজেট অনুমোদন দিলেন। যাতে শুধু শিক্ষাতেই ৩৩ শতাংশ ব্যয় ধরা হয়েছে। যার পরিমাণ হচ্ছে ২৩.৪ বিলিয়ন ডলার।
অর্থ বছরের এই বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে তাতে অতিরিক্ত বরাদ্দ দেয়ায় অভিভাবক ও তাদের কোমলমতি সন্তানরা আরো বেশি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।