বাংলাদেশে জুলুমবাজ শাসক পরাজিত হয়েছে। এর পেছনে ছিলো ছাত্র-জনতার আত্মত্যাগ। তারা অন্যায়, অবিচার, অবিবেচকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো বলেই একটি জুলুমবাজ সরকারের দ্রæত পতন সম্ভব হয়েছে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে শেখ হাসিনা সরকারের পতনে সন্তোষ প্রকাশ করে এমন বক্তব্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার’ (মুনা) তিন দিনের বার্ষিক সম্মেলনে।
‘ইসলাম শান্তি ও মানবতার জন্য ন্যায়বিচার’ স্লোগানে শনিবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এ সম্মেলনের সমাপনি অনুষ্ঠান করেন তারা।
নিজেদের সংগঠনকে ‘অরাজনৈতিক’ দাবি করে হারুন ও রশিদ আরও বলেন, “মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। এই সংগঠনকে ১৯৯০ সালে নিউ ইয়র্ক স্টেটে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি স্টেটে কর্মতৎপরতা পরিচালনা করছে।”
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল কালাম আজাদ বাশার, দেলোয়ার হোসাইন, ইয়াসির কাধি, ওমর সুলেমান, সিরাজ ওয়াহহাজ, হুসাইন কামানি, পেনসেলভেনিয়া স্টেট সিনেটর নিখিল সাবা এবং মূলধারার রাজনীতিবিদ তারেক খান প্রমুখ।