গত ১২ মে বাদ মাগরিব নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর পিতা পীরজাদা আলহাজ আব্দুস মোছাউয়ীর আনসারীর রূহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী ও নেতৃবৃন্দ এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সাদেক।
যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদের পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া।
দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর বাবার রূহের মাগফিরাত কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল
Leave a comment